ঢাকা, শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

ক্ষমতায় থাকতে নয়, সংস্কারের জন্য আমাদের সরকার কাজ করছে-আ ফ ম খালিদ হোসেন

স.ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার : | প্রকাশের সময় : শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ১২:০১:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আমরা ক্ষমতায় থাকার জন্য নয়, রাস্ট্র সংস্কারের জন্য সরকারে এসেছি। জুলাই বিপ্লবের স্বপ্নকে ধারন করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ইচ্ছে মত নেতৃত্ব বাছাই ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। মনে রাখবেন, এ সরকার ব্যার্থ হলে এদেশের ভাগ্যাকাশে চরম ও কঠোর বিপর্যয় নেমে আসবে। তখন কেউ রেহাই পাবেনা। তাই আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। ১৯ সেপ্টেম্বর শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বিকাল সাড়ে তিনটায় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, বদর মোকাম মসজিদের খতিব মৌলানা  ছাত্র আন্দোলনের কক্সবাজার সমন্বয়ক তাবরিজ আহমদ, মাঃ শফিক।

বক্তারা কক্সবাজারের সাংবাদিক সমাজের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনো কি ভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী দোসরদের এ সমাজে বিচরণ করছেন? তারা সাংবাদিকদের আরো জোরালো ভুমিকা ও আওয়ামী দালালদের প্রতিহত করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল হামিদ জমদ্দার,  অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন,  কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, আতাহার ইকবাল সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।