ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ক্ষেতলালে প্রবাসীর স্ত্রীর সাথে জনপ্রতিনিধির পরকীয়া ফাঁস

এম রাসেল আহমেদ, জয়পুরহাট: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বড়াইল  ইউনিয়ন গোলার গ্রামে  এক প্রবাসীর স্ত্রীর সাথে উপজেলার বড়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহফুজার রহমান বাবুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়,তাদের মধ্যেদীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে। সম্পর্কের টানে তারা জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে আপত্তিকর অবস্থায় ঘোরা-ফেরা করত। এরই একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ায় তা নিয়ে এলাকাসহ নানাশ্রেনী পেশার মানুষের মধ্যে গুঞ্জণের সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী প্রবাসীর স্ত্রী ও ইউপি সদস্যের চলাফেরার উপর দৃষ্টি রাখলে৷ পরকীয়া প্রেমিক যুগলকে অবৈধভাবে মেলামেশার প্রতিবাদ করায় স্থানীয় যুবকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
গত বৃহস্পতিবার (৭নভেম্বর) সন্ধ্যা রাতে  উপজেলার গোলাহার গ্রামে আজিজার রহমান পল্লী চিকিৎসকের বাড়ি উঠানে এ ঘটনা ঘটে। আহত স্থানীয় যুবক আসিক মাহমুদ (২৩) গোলাহার গ্রামের রহিম মোল্লার ছেলে৷ 
 
 অভিযুক্তরা হলেন বড়াইল ইউনিয়ন ইউপি সদস্য মাহফুজার রহমান বাবু (৩৫) মোঃ সামিম সরকার (২৭)  আইয়ুব মল্লা (৪৫)  বুলু মল্লা (৪২) নাসির (৫৫)  মাফুজুল সরকার (৪০) উভয়ের গ্রাম গোলাহার৷ 
 
অভিযুক্ত  ইউপি সদস্য মাহফুজ রহমান বাবুর ওই  নারীর অনৈতিক সম্পর্কের কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপ সংরক্ষণে রয়েছে৷ এমনকি বিভিন্ন এলাকা থেকে ভাড়ায় প্রস্টিটিউট এনে তার নির্বাচনের সময় যুবসমাজকে উপহার দিতেন, এমনও একটি কল রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে৷ 
 
 
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের  প্রবাসি মতিয়উর রহমানের স্ত্রী ঝরনার বাড়িতে ইউপি সদস্য মাহফুজার রহমান বাবুর যাতায়াত ছিল রাত বিরাতে   লক্ষ চোখ  ফাঁকি দিয়ে অনৈতিকভাবে চলাফেরা করে আসত  ওই সময় ইউপি সদস্যকে  নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য বাবুর সাঙ্গোপাঙ্গ সহ ৫/৭ জন চিহ্নিত ব্যক্তি গাছে বেঁধে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে।  স্থানীয় লোকজন তাকে  উদ্ধার করে ক্ষেতলাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালে চিকিৎসা শেষে গত  (১৩ডিসেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুশিল সমাজের এক প্রতিনিধি জানান, বিষয়টি শুনেছি ঘটনাটি আসলেই অত্যান্ত দুঃখজনক, পরকীয়ার কারণে মানুষের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি, যার কারণে বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি খুনের মতো ঘটনা ঘটতে দেখা গেছে 
তবে মেম্বারের সম্মানের কথা বিবেচনা করে যাতে লোক জানাজানি না হয় সেজন্য মীমাংসার চেষ্টা করছি।
 
এ বিষয়ে ইউপি সদস্য মাহফুজুর রহমান বাবু জানান, ঘটনাটি মিথ্যা আমার প্রতিপক্ষ আমাকে হেয়-প্রতিপন্ন করার জন্য এই দূর্নাম ছড়াচ্ছে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।