ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরের কালিয়াকৈরে গভীর বনে আগুনে পোড়া ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ।

মোঃ মিজানুর রহমান, গাজীপুর : | প্রকাশের সময় : শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের এক সপ্তাহ পর বনের গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেলে গলাচিপা এলাকায় গভীর বনের ভেতর থেকে জাহাঙ্গীর আলম (৩৬) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে।

 

নিহত জাহাঙ্গীর আলম কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্কারচালা ঝিনজিচালা এলাকার ইউসুফ আলীর ছেলে।

 

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে জাহাঙ্গীরের খোঁজ মিলছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এ ঘটনায় গত বৃহস্পতিবার তার ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে গতকাল বিকেলে উপজেলার গলাচিপা এলাকায় গভীর বনের ভেতরে পোড়া ও বিবস্ত্র অবস্থায় একটি মরদেহ গাছে ঝুলতে দেখে এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যে বিষয়টি আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়। এ খবর পেয়ে পরিবারের লোকজন গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীরকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে বনের ভেতরে গজারি গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। তবে কী কারণে এই হত্যাকা- তা জানা যায়নি।নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বলেন,৪/৫ বছর আগে আমার ভাই বিয়ে করেন। তার সংসারে স্ত্রী, তিন বছরের এক মেয়ে ও দুই দিন বয়সের এক ছেলে সন্তান রয়েছে। হঠাৎ করেই গত শুক্রবার তিনি নিখোঁজ হলে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার থানায় জিডি করেছি। এরই মধ্যে ভাইয়ের লাশ পেলাম। কী কারণে এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তা জানি না।