ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

গাজীপুরের শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২০ মে ২০২৩ ০৯:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে শ্রীপুর পৌর শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বিকালে উপজেলার মাওনায় বেগম আয়েশা অডিটোরিয়ামে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুরুজ উদ্দিন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, 
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌরসভার প‍্যানেল মেয়র আমজাদ হোসেন বি.এ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, কেওয়া (মাওনা চৌরাস্তা) তমির উদ্দিন আলিম মাদ্রাসা পরিচালানা পরিষদের সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল ফকির,  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান জামান, সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।