ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ১০:০১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম (৪৬) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত মো. জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলার সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে ওই কারাগারে বন্দি ছিলেন।

নিহতের স্ত্রী আমেনা খাতুন বলেন, তার স্বামীর নামে কোনো মামলা ছিলো না। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানার পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেভাজন অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়। তারপর থেকে তিনি গাজীপুর কারাগারে আটক ছিলেন। তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে জেলা কারাগারের জেলার মুশফেকুর রহমান বলেন, আসামি জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। কারা চিকিৎসকের পরামর্শে ১০-১২ দিন ধরে কারাগারের হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫ টা ২০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ বলেন, জহিরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে কারারক্ষীরা তাকে জানিয়েছেন। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ