কুষ্টিয়ার দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকাল ৯টায় রাজবাড়ি মহাসড়কের গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতুর উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
নিহত ও আহতরা সবাই পেশায় নলকূপ মেরামত শ্রমিক।
আহতরা হলেন- মিরাজুল ইসলাম, আসলাম ও বিল্লাল হোসেন। তারা সকলেই নলকুপ মেরামত শ্রমিক, তারা সবাই একই এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, একটি ভ্যানে চারজন নলকূপ মেরামত শ্রমিক কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। ভ্যানটি ব্রিজের পূর্ব মুখে পৌঁছালে কুষ্টিয়া শহর থেকে ছেড়ে আসা বালি বোঝাই দ্রুতগতির একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রাজু আহমেদের মৃত্যু হয়। অপর তিন শ্রমিককে আহত অবস্থায় স্থানীয় জনগণ কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। উত্তেজিত জনতা ড্রাম ট্রাকের চালক সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
রাজু আহমেদের পরিবার সূত্রে জানা গেছে, তার পিতা না থাকাই সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি তিনি নলকূপ শ্রমিক হিসেবে কাজ করেন।
হাইওয়ে পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত রাজু আহমেদ এর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ঘাতক ড্রাম ট্রাককে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক।
বায়ান্ন/প্রতিনিধি/একে