ঢাকা, সোমবার ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

গাজীপুর পূবাইলে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বুধবার ২২ নভেম্বর ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে করমতলা পূর্বপাড়া আবাসিক এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ১৬ বছর। এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, আজ সকালে স্থানীয় লোকজন করমতলা পূর্বপাড়া আবাসিক এলাকায় রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, গতকাল মধ্যরাতে কোনো এক সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।