ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

গাজীপুর বারের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ জেল হাজতে

মো: মিজানুর রহমান, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪ ০১:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির অর্থ আত্নসাতের মামলায় বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান ও সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে জেল হাজতে পাঠিয়েছেন গাজীপুরের চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার তারা আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বারের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড অর্থ আত্মসাৎ ও আরো বিবিধ অনিয়ম তথা সমিতির স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ২০ মার্চ অনুষ্টিত এক সাধারণ সভায় বারের সাবেক সভাপতি এডভোকেট আহসান উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়। পরে বারের অফিস সহকারী সোহাগ রানা খান বাদি হয়ে গত ১৫ মে আদালতে মামলা দায়ের করেন। মামলায় বারের ১ কোটি ৯৪ লাখ টাকা আত্নসাতের অভিযোগ আনা হয়। মামলায় বুধবার ওই দুইজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না- মঞ্জুর  করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অভিযুক্ত সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার পলাতক রয়েছেন।