ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

চট্টগ্রামে মাসব্যাপী কুটির শিল্প মেলা শুরু

মো. এনামুল হক লিটন, চট্টগ্রাম | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৭:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রামের নগরের অক্সিজেন এলাকায় মাসব্যাপী হস্ত-বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে স্মার্ট গ্রুপের মাঠে বিজিএমই-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য বশির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্ভোধন করেন।

এ সময় বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মফজল কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো. আবছার উদ্দিন, সিনিয়র সদস্য আবুল বশর, মেলা কমিটির পরিচালক নজরুল ইসলাম, জেসমিন সুলতানাসহ মেলা কমিটির অন্যান্য নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

Untitled-2-89

উদ্বোধনের প্রথম দিন শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলায় মানুষের ঢল নামে। মেলা কমিটির পরিচালক জানান, মেলার আইন-শৃঙ্খলার যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষথেকে সার্বক্ষনিক পুলিশ পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ভারুত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (শুক্রবার) সকাল থেকে আমরা ৯ জন নিয়োজিত আছি। মেলা যতদিন চলবে, ততদিন আমরা এখানে থাকার নির্দেশনা রয়েছে।

 

বায়ান্ন/এসএ