ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

চুনারুঘাটে আল ইসলাহ’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৫৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও লতিফিয়া
ক্বারী সোসাইটি এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চুনারুঘাট
উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ১৭ই রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) আসরের নামাজের বাদ চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে এ
উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট উপজেলা আল ইসলাহ সভাপতি মো: আব্দুল মালেক (বিএসসি) মাষ্টারের
সভাপতিত্বে ও উপজেলা তালামীযে ইসলামিয়া’র সাংগঠনিক সম্পাদক মো: তানজিল
হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান
আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, হাজ্বী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসার ভাইস
প্রিন্সিপাল মাও: শফিকুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য শাহ
আহমদ আলী মাষ্টার, চাটপাড়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক ইহতিরামুল হক
সোহাগ, উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার ও পৌর
আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ইমরান তালুকদার প্রমূখ।

সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন লতিফিয়া ক্বারী সোসাইটি আমুরোড
খামিছ সেন্টারের শিক্ষক ক্বারী মাও: আবু সাইদ তানভীর ও মোনাজাত পরিচালনা
করেন উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ক্বারী মো: আব্দুল হালিম।