ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চোরাই ভারতীয় শাড়ি উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

রানা সাত্তার,চট্টগ্রাম : | প্রকাশের সময় : বুধবার ১৭ অগাস্ট ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চোরাই ভারতীয় শাড়ি উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ র‍্যাব সুত্রে জানায়,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে  জানা যায় যে, চোরাকারবারীর একটি চক্র ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় নিয়ে একটি মিনি পিকআপ ও একটি প্রাইভেটকার যোগে বিক্রির উদ্দেশ্যে ছাগলনাইয়া এলাকা হতে চট্টগ্রামের দিকে আসছে।

 

 ১৭আগস্ট বুধবার  র‍্যাব-৭  এর একটি আভিযানিক দল ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় একটি মিনি পিকআপ এবং প্রাইভেটকারের ভিতরে মোট ৮৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং মিনিপিকআপ এবং প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। 

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,১)মোঃ রুবেল মিয়া (২৩), পিতা- আঃ রাজ্জাক, সাং- বড় পিলাক, থানা- গুইমারা, জেলা- খাগড়াছড়ি, ২)আরিফ হোসেন (২০), পিতা- হারুনুর রশিদ, সাং- হোসেনপুর, থানা ও জেলা- ল²ীপুর, ৩) মোঃ আলী নেওয়াজ মজুমদার (২১), পিতা- মোঃ আবু সাঈদ মজুমদার, সাং- উত্তর মটুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী এবং ৪)আরমান হোসেন (২৮), পিতা- আবুল কাশেম, সাং- মধ্য মটুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীদেরকে আটক করা হয়। 

 

 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।