ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

জকসিন বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মেয়রের আর্থিক অনুদান

মু.ওয়াহিদুর রহমান মুরাদ ,লক্ষ্মীপুুর । | প্রকাশের সময় : রবিবার ১৪ মে ২০২৩ ০৮:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন দক্ষিণ বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ ৮জন  দোকান মালিকের হাতে, লক্ষ্মীপুুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম  ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে বিশ হাজার টাকা (২০,০০০) করে  ১লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রবিবার ১৪ই মে পৌরসভায় নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

২৫ এপ্রিল দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে রাত সোয়া ১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে বিসমিল্লাহ হার্ডওয়ার অ্যান্ড ক্রোকারিজ, জহির স্টোর (মুদি), ফালাক মিষ্টি অ্যান্ড কনফেকশনারি, পূর্ণিমা ফ্যাশন, অপূর্ব ফ্যাশন পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া মনপুরা ফ্যাশন, মক্কা ইলেকট্রনিক্স ও বিসমিল্লাহ হোটেল আংশিক পুড়ে গেছে।

লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া আর্থিক সহযোগিতা শেষে গণমাধ্যমকে বলেন ,ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের এই সামান্য উপহার কিছুটা হলেও আশার সঞ্চার হবে। সামাজিক ও জনপ্রতিনিধির দায়িত্ব থেকে এমন সহযোগিতা সবসময়ই অব্যাহত ছিলো এবং চলমান থাকবে।