স্বামীকে ঘরে রেখে স্ত্রী গিয়েছিলেন বাড়ির অদূরে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে স্বামীর নিথর দেহ।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের নাম মাহিম (২১)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিনা বেগম (১৮) এর সাথে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের আব্দুল মতিনের ছেলে মাহিম (২১) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহিম স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে রিনা বেগম স্বামীকে ঘরে রেখে বাহিরে যান। ফিরে এসে স্বামী মাহিমকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার থানায় খবর দিলে এসআই মোস্তফা কামাল ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন।
তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।