ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গরীব মেধাবী ও অসহায় নারীদের মাঝে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা পরিষদের  চেয়ারম্যান এম.হারুন অর রশিদ বাই-সাইকেল ও সেলাইমেশিন গরীব মেধাবী ও অসহায় নারীদের হাতে তুলে দেন।

2-895

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য অনিতা রানী, সহকারী প্রকেীশলী মোঃ রফিকুল ইসলাম, সিএ শেখ শফি উদ্দিন, শেখ লোকমান হোসেন আপেল। জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ৯০ টি বাই-সাইকেল ও ১’শ ৫৩ টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে । যা চলমান রয়েছে। এর মধ্যে ৭০টি বড় এবং ২০টি ছোট সাইকেল রয়েছে। তিনি আরো জানান, পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়ায় ও শোকের মাস আগষ্ট হওয়ার কারনে এসব বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করতে একটু দেরী হয়েছে ।