গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে এক পুলিশ কর্মকর্তা এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ই অক্টোবর ২০২৩ইং তারিখ মঙ্গলবার রাত ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার ছয় তলার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুন্ড। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৮ তম আউট সাইড ক্যাডেট হিসেবে ২০২০ সালে পুলিশে যোগদান করেন। গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না। এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই সময় অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তাকে কোনো কাজ দিলে তিনি বলতেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।