ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

টঙ্গী সাংবাদিক ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুর মহানগরের টঙ্গীতে ঐতিহ্যবাহী টঙ্গী সাংবাদিক ক্লাবের (২০২৩-২০২৫) মেয়াদে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায়  টঙ্গী সাংবাদিক ক্লাব প্রাঙ্গনে শপথ বাক্য পাঠ করান টঙ্গী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৩৭ নং ওয়ার্ড  কাউন্সিলর, আওয়ামী লীগের সদস্য সচিব  সাইফুল ইসলাম দুলাল, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী শহীদুজ্জামান সুমন, গাজীপুর মহানগর পুবাইল প্রেস ক্লাবের সভাপতি খশরু মৃধা, গাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সহ-সভাপতি আনিসুল হক সহ বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক নের্তৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম আরিফ, সহ-সভাপতি শামসুদ্দিন জুয়েল। আলোচনা ও শপথ বাক্য শেষে গণভোজ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, গত ৫ সেপ্টেম্বর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টঙ্গী সাংবাদিক ক্লাবের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।