ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ মে ২০২২ ০৪:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের পৌর শহরের আশেকপুরে নির্মাধীন ভবনের পাইলিং এর কাজ করার সময় মাটি চাপা পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পাল পাড়া এলাকার অনাথ পালের ছেলে নিধন পাল ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল।

স্থানীয়রা জানায়, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির জন্য মাটির খনন করতেছিলেন নিধন পাল ও আনন্দ পাল। কুপ খননের সময় তারা যখন ১২-১৩ ফিট কুপ খনন করে তখন কুপের চার পাশ থেকে মাটি পরে যায়। এতে করে মাটি চাপা পড়ে তারা দুজন। স্থানীয় লোকজন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি খুড়ে তাদের উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় নির্মাধীন ভবনের পাইলিং এর কাজ করার সময় চার পাশ থেকে মাটি চাপা পরে নিধন পাল ও আনন্দ পালের উপরে। পরে স্থানীয় লোকজন আমাদের জানালে ঘটনাস্থালে পৌঁছায়। কুপের গভীরতা বেশি হওয়ার কারণে ভেকুর সাহায্যে মাটি সরিয়ে ওই দুইজনকে উদ্ধার করি।