ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পিলখানা হত্যাকাণ্ডে চাকুরীচ্যুতদের পূণর্বহাল ও সাজাপ্রাপ্তদের মুক্তির দাবীতে স্মারক লিপি প্রদান

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৩:০০ অপরাহ্ন | রংপুর

ঠাকুরগাঁওয়ে ২০০৯ সালে পিলখানায় হত্যাকান্ডের বিনাবিচারে চাকুরীচ্যুত ও বিনাবিচারে ১৬ বছর ধরে কারাবন্দীদের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন বিডিআর কল্যাণ পরিষদ ঠাকুরগাঁও। এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোলায়মান আলী।

 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপিতে উল্লেখ করেন সকল চাকুরীচ্যুত নিরপরাধ বিডিআর দের বিনাশর্তে চাকুরীতে পূণর্বহাল ও সকল সুযোগ সুবিধা দিতে হবে।

 

বিনাদোষে ১৬ বছর ধরে জেল খাটা কয়েদিদের বিনাশর্তে মুক্তি দিতে হবে। ০৮ দফা দাবীতে এসময় বিডিআর কল্যাণ পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন। চাকুরীচ্যুত নিরপরাধ বিডিআর গণ।