ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কাউনিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা

সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ ০৯:০০:০০ অপরাহ্ন | রংপুর
কাউনিয়ায় বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালায় মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি ছবি-দৈনিক বায়ান্ন ।

রংপুরের কাউনিয়া উপজেলায় আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের আওতায় সেভ দ্যা চিল্ড্রেন বাংলাদেশ এর কারিগরি সহায়তা কোইকা ( কোরিয়ান ইন্টারন্যাশনাল এজেন্সি) এর অর্থায়নে উপজেলা টিপু মুন্সি হল রুমে মঙ্গলবার দুপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম,শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম,বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম,হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, ক্যাপসিটি বিল্ডিং অফিসার নাজমুল হুদা ডাকুয়া,গভঃ রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন অফিসার রেবেকা সুলতানা প্রমূখ।