রংপুরে কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদালয়ের
ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল সোয়া দশটায় জানাযা নামাজ শেষে পীরগঞ্জের বাবনপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে হাজার হাজার মানুুষ অংশগ্রহণ করেন। বেরোবি'র শিক্ষকদের পক্ষে কলা অনুষদের ডিন শফিক আশরাফ সহ অনেকেই অংশগ্রহণ করেন। জানাযা নামাজে ঈমামতি করেন করেন ভাতিজা আবু সিয়াম মিয়া। মৃত্যুকালে পিতা-মাতা ভাই বোন সহ অসংখ্য আত্তীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য,রংপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।