ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

তপ্ত রোদে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র/ছাত্রীরা

জিল্লুর রহমান, লালমনিরহাট : | প্রকাশের সময় : শনিবার ১০ অগাস্ট ২০২৪ ০৬:২৮:০০ অপরাহ্ন | রংপুর

সড়কে ট্রাফিক পুলিশ নেই। তাতে কি! সড়কের যানজট নিরসন এবং আইন শৃঙ্খলার সঠিক বাস্তবায়নে দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে রাস্তায়  নেমেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তীব্র গরম আর রোদ উপেক্ষা করেই তারা দায়িত্ব পালন করছেন। মাথায় জাতীয় পতাকা, গলায় পরিচয়পত্র নিয়ে ট্রাফিক সিগন্যালে ঘাম ঝরাচ্ছেন শিক্ষার্থীরা। রাস্তার উপরে সেরে নিচ্ছেন দুপুরের খাওয়া। 

তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে শহরের সব যানবাহন। পাশাপাশি সড়কে বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ চলছে। ফলে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত এমন চিত্র দেখা গেছে লালমনিরহাটের বিভিন্ন সড়কে। আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই কার্যক্রম চলমান আছে।।