রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনজুদার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, শহীদবাগ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম,কুর্শা ইউপি চেযারম্যান এম এ মজিজ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সুশান্ত সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ। ফাইনাল খেলায় কুর্শা ইউনিয়ন পরিষদ সারাই ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করেন। পরে বিজয়ী ও বিজেতা দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।