ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

তাহিরপুরে পাচারকালে নৌকাসহ ২৭১ বস্তা ডিএপি সার জব্দ, আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ২৩ এপ্রিল ২০২২ ০৮:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদী পথে ভৈরবে পাচারকালে নৌকাসহ ২৭১ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটকও করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় তাহিরপুর থানা পুলিশের একটি দল।

আটক তিনজন হলেন- ইকবাল, রফিক ও নৌকা চালক শওকত। শুক্রবার দুপুরে ছয়জনের নামে মামলা দিয়ে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য তিনজন পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালিজুড়ি বাজারের রাবেয়া এন্টারপ্রাইজের মালিক বিসিআইসির সার ডিলার হাফিজুর রহমান ২৭১ বস্তা ডিএপি সার ভৈরবে পাচার করে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে নৌকাসহ এসব সার জব্দ করা হয়।

তাহিরপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুবক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা বলেন, সার আটকের বিষয়টি তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে জানিয়েছেন।

বালিজুড়ি বাজারের বিসিআইসির নিয়োগপ্রাপ্ত সার ডিলার হাফিজুর রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ বিষয়ে আমি কথা বলতে পারব না। আমার বড় ভাই আতাউর রহমান বলতে পারবেন। এই বলে ফোন কেটে দেন তিনি।

মামলাটির তদন্ত কর্মকর্তা তাহিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।