ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

দুই শরিক জোটের সঙ্গে বিএনপির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ৩০ এপ্রিল ২০২৩ ১২:৫৩:০০ অপরাহ্ন | রাজনীতি

চলমান যুগপৎ আন্দোলন পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক বসছে বিএনপি। রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে প্রথমে বাম গণতান্ত্রিক ঐক্য জোটের বৈঠক করবে দলটির নেতারা। এরপর একই ইস্যুতে বিকেল ৫টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি লিয়াজোঁ কমিটি ও বাম গণতান্ত্রিক ঐক্যের বৈঠক বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে হবে। এতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, লিয়াজোঁ কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খানসহ অন্য অংশ নেবেন।

 

১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, বিকেল ৫টায় গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যুগপৎ আন্দোলন পরবর্তী কর্মসূচি ও কি ধরনের আন্দোলন দেওয়া যেতে পারে এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির নেতারা বলছেন, ১ মে শ্রমিক সমাবেশ করবে বিএনপির। ওই দিন একইভাবে যুগপৎ আন্দোলন সঙ্গীদের বিএনপি পক্ষে থেকে পরামর্শ দেওয়া হচ্ছে শ্রমিক সমাবেশে করার। তারপর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসবে।