ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

দেশে চালের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৭ জানুয়ারী ২০২৪ ০৪:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

চা শ্রমিকদের প্রধানমন্ত্রী তাঁর বাবার লোক মনে করেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ এমপি। তিনি বলেন, অসহায় চা শ্রমিকদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। চা শ্রমিকদের তিনি তাঁর বাবার লোক মনে করেন। আর এ কারনে এবার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে তিনি আন্তরিকতা দেখিয়েছেন। মালিকপক্ষ যেখানে ১৫০ টাকা করার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ১৭০টাকা করে দিয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। চাল আমদানি করতে হবে না। কৃষি উৎপাদন যাতে বৃদ্বি না পায় তার জন্য কোনো জমি যেনো অনাবাদী পড়ে না থাকে তাঁর দিকে কৃষি সুপারভাইজারদের খেয়াল রাখতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, কৃষি কর্মকর্তাদের রোস্টার করে ব্লক পরিদর্শন করতে হবে। কৃষি যান্ত্রিকীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকরা যাতে কৃষি যন্ত্রপাতি সুলভ মূল্যে বা সাবসিডি মূল্যে পেতে পারেন তার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ইং, বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা-বাগানে শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ এমপি।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব।

আরও উপস্থিত ছিলেন, কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তবারক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ-সহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।