নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন বার্মিজ ৯ বস্তা অবৈধ সুপারী উদ্ধার করা হয়েছে।
রোববার ২ জুলাই সকাল ১১টা ৫৫মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) এর অধিনস্থ জারুলিয়াছড়ি বিওপির নিয়মিত টহল দল কর্তৃক বিওপি হতে ১ কি.মি. দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার-৪৭এর শুন্য লাইন হতে পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে সেগুনবাগান নামক স্থান হতে মালিক বিহীন বার্মিজ সুপারী ৯ বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বার্মিজ সুপারী ব্যাটালিয়ন সদরের হেফাজতে রাখা হয়েছে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধীনস্থ সমস্ত সীমান্ত এরিয়াতে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।