ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নাগরপুর-সলিমাবাদ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি টিটু

গোপাল সরকার, নাগরপুর : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ৫ কোটি ৭১ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া দুই ইউনিয়নে যাতায়াতের প্রধান ক্ষতবিক্ষত সড়কে অবশেষে সংস্কার কাজ শুরু হয়ে চলমান রয়েছে। এতে সরেজমিনে গিয়ে সংস্কার কাজ পরিদর্শন করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মোটরসাইকেল যোগে বহুল সমালোচিত এই নাগরপুর-বেকড়া-সলিমাবাদ সড়কের সংস্কার কাজ নিজে সরাসরি তদারকি করেন এমপি। এ সময় সংস্কার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, গাইড ওয়াল সঠিকভাবে নির্মিত হচ্ছে কিনা সহ যাবতীয় সকল কাজ পরিদর্শন করেছেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করতে তাগিদ দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. দাউদুল ইসলাম দাউদ, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিজুর রহমান, গয়হাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, নাগরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান তুহিন, যুবলীগ নেতা আলী আহম্মদ শিবলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।

 

উল্লেখ্য, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকা বেকড়া ও সলিমাবাদ ইউনিয়নে যাতায়াতের প্রধান এই সড়ক প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রায় ৫ কোটি ৭১ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে দুই ইউনিয়নে প্রায় লক্ষাধিক জনসাধারণ দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল সমস্যার অবসান হবে।