ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

নাসিরনগরে ধান কাটার মেশিনের চাপায় শিশুর মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : সোমবার ৯ মে ২০২২ ০৬:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান কাটার মেশিনের (কম্বাইণ্ড হারভেস্টর) চাপায় শিশু বাঁধন সরকারের (০৫) মৃত্যু হয়েছে। রোববার (০৮ মে) বিকেলে উপজেলার কুণ্ডা ইউনিয়নের সিংহগ্রামের মাঠে ঘটে এহহেন মর্মান্তিকতা। নিহত বাঁধন সরকার স্থানীয় আন্দ্রাবহ গ্রামের সুশান্ত সরকারের পুত্র।
 
 
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দ্রাবহ গ্রামের সুশান্ত সরকারের শিশুপুত্র বাঁধন সরকার রোববার সকালে একই ইউনিয়নের সিংহগ্রামস্থ তার মায়ের দাদু নারায়ণ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে সিংহগ্রামের জমিতে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ ব্রেক কষে। এ সময় শিশু বাঁধন মেশিনের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন ধান কাটার মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ এসে মেশিনটি থানায় নিয়ে যায়।
 
 
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ধান কাটার মেশিনটি আটক করা হয়েছে। তবে এর চালক রাজু মিয়া পলাতক রয়েছেন।'