ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নড়াইলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ ১০:৫৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 

নড়াইলে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার (২৪ মে) বিকেলে নড়াইল সদর খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মান্নান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ চন্দ্র মুখার্জি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাসসহ অনেকে।

লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩০ টাকা কেজি দরে ৪ হাজার ২৪২ মেট্রিক টন ধান এবং ২১টি মিল মালিক কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ৫হাজার ৪১৯ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে। #