নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তৃণমূলের জনপ্রিয় মুখ যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ দুপুরে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াগাতী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান আজাদ আলী, অ্যাডভোকেট কাজী নাফিউল মজিদ, নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাসনাত এ চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহীন সাজ্জাদ পলাশ, খাশিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী খান, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরসালিন মোল্যা, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল মোল্যা, মাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত স্বর্ণকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা নাদিম মাহমুদ, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামান হোসেন জন, নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম পারভেজ, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজিব, সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তরসহ অনেকে।
নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য যুবলীগের কেন্দ্রীয় নেতা কাজী সরোয়ার হোসেন বলেন, আমার নির্বাচনী এলাকায় (নড়াইল-১ আসন) সবসময় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে আছি। দল ঘোষিত প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করেছি। ঈদ ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবে নির্বাচনী এলাকার অসহায় মানুষসহ দলীয় নেতাকর্মীদের মাঝে উপহারসামগ্রী দিয়ে আসছি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ বঙ্গবন্ধু পরিবারের নামে প্রতিবছর কোরবানি দিয়ে থাকি।
পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যাসহ তৃণমূলের নেতাকর্মীরা বলেন, নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকায় খেলাধূলার আয়োজনসহ মসজিদ, মাদরাসা, মন্দির ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন কাজী সরোয়ার হোসেন। এ আসনে (নড়াইল-১) কাজী সরোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেলে এলাকার আরো উন্নয়ন হবে। দল সুসংগঠিত ও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড আরো এগিয়ে যাবে। প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবেন।