ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

প্রাচীন সড়ক নতুন রূপে, বেড়েছে ব্যবসায়ি সমৃদ্ধি

জুয়েল নাগ, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ১২ নভেম্বর ২০২২ ০২:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাংলাবাজার সড়কটি একটি প্রাচীন সড়ক। লোকমুখে শোনা যায় এটি ব্রিটিশ আমলের আরাকান রোড হিসেবে পরিচিত। পাঁচ কিলোমিটার সড়কটি পুরোপুরি সোজা, এমন সড়ক মিরসরাইয়ের  রাস্তা দেখা যায় না। খাদা খন্দকে ভরা মিরসরাইয়ের জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কটি দিয়ে গর্ভবতী নারী, স্কুল কলেজগামী শিক্ষার্থী, যানচলাচলসহ যাতায়াতকারীদের একসময় দুর্ভোগের অন্ত ছিলোনা। ১০মিনিটের সড়ক পার হতে লাগতো আধাঘন্টা। সম্প্রতি সরকারের আরসিআইপি প্রকল্পের অধীনে জোরারগঞ্জ-বাংলাবাজার (এস রহমান) দীর্ঘ ৫.১০ কিমি সড়কটি ১৮ফুট প্রশস্ত পিচঢালা করায় বদলে গেছে দেওয়ানপুর, পরাগলপুর, ভগবতীপুর,নাহেরপুর, ধুম,  মোবারকঘোনা গ্রামসহ এই অঞ্চলের চিত্র। যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হওয়ায় জোরারগঞ্জ বাজারে অবস্থিত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহজে যাতায়াত করছেন। গ্রামে উৎপাদিত শাক-সবজি, ফসলাদি বিভিন্ন বাজার কিংবা মিনিশহরে ভালো দামে বিক্রি করছেন কৃষকরা। কেউ কেউ সড়কের পাশে  দোকান দিয়ে ব্যবসা করছেন। কেউবা সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন গ্রামে নারীরা বাঁশ বেত দিয়ে তৈরি বিভিন্ন সরঞ্জাম ও সেলাইয়ের কাজসহ নানা ধরনের আয়বর্ধক কাজে জড়িত হচ্ছেন। সড়ক সংস্কার এর ফলে জোরারগঞ্জ বাজারে বেড়েছে ব্যবসায়ি কার্যক্রম।
এই সড়কে চলাচলকারী ব্যবসায়ী চন্ডী সূত্রধর ও শিক্ষক আখতারুজ্জামান সুমন বলেন, এই সড়কটির উন্নয়নের জন্য মানুষের নানা ধরনের কাজ বাড়ায় বেড়েছে আয়ও। এছাড়াও কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারছে শিক্ষা প্রতিষ্ঠানে। 
এ রাস্তা দিয়ে চলাচলকারী  নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মানিক ভূমিক জানান আমি জোরারগঞ্জ বাজারে থাকি রাস্তা খারাপ হওয়ার কারণে এ রাস্তায় চলাচল বন্ধ করেছিলাম। তবে নতুন রাস্তা পেয়ে খুব আনন্দিত বোধ করছি এখন স্কুলে যেতে তেমন সময় লাগে না। উপজেলার আনাচে কানাচে অনেক সড়ক নতুন করে করা হচ্ছে এজন্য সরকারকে বিশেষ ধন্যবাদ জানাই।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কটি পিচঢালাসহ প্রশস্ত হওয়ায় বদলে গেছে কয়েকটি গ্রামসহ এই ইউনিয়নের দৃশ্যপট। এছাড়া কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি, জীবিকা এবং উন্নত জীবনব্যবস্থা গড়ে উঠছে এখানে।
উপজেলা প্রকৌশলী রনী সাহা জানান, ১৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জোরারগঞ্জ-বুরবুরিয়া ঘাট বাজার রোড ভায়া ধুম ইউপি বাংলাবাজার গোলকের হাট পর্যন্ত ৫.১০ কিমি সড়ক উন্নয়ন ও করেরহাটের হাবিলদারবাসা-ভায়া আজম নগর-শান্তিরহাট পর্যন্ত ৫.৮৮ কিমি সড়ক দুটির কার্পেটিংয়ের কাজ বাস্তবায়ন হওয়ায় গ্রামের চেহারা পাল্টে গেছে। এছাড়া চলতি অর্থবছরে মীরসরাই উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।