ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফরিদপুরে বিশ্ব রেডিওগ্রাফি ও রেডিওলজিস্ট দিবস পালিত

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৮:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

‘সিইং দ্যা আনসিন’ এই প্রতিপাদ্যক সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব রেডিওগ্রাফি ও রেডিওলজিস্ট দিব। 

দিবসটি উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি মুজিব সড়ক হয়ে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ফরিদপুর মেডিকেল ও ডায়াবটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষক, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের রেডিওলজি বিভাগের চিকিৎসক এবং টেকনিশিয়ারা অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে প্রেসক্লাব চত্বর সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। 

এসময় অন্যান্যর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রধান ডা. সালমা শাহনেওয়াজ, ডায়াবটিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় প্রধান ডা. আবু হাসেম, ফমেক-এর সহকারী অধ্যাপক ডা. তরিত রেজা রিসলু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, বর্তমান বিশ্বে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে রেডিওগ্রাফির ভুমিকা ব্যাপক। আর তাই এবারের প্রতিপাদ্য সিইং দ্যা আনসিন অর্থাৎ অদেখাকে দেখা। চিকিৎসা শাস্ত্রে যে জিনিসটা দেখা যায় না সেটার ছবি দেখে রোগ নির্ণয় করে রেডিওগ্রাফি। এক্সরের আবিষ্কারক ওইলিয়াম ব্রাঞ্জনের স্মরণে প্রতিবছর এই দিবসটি পালিত হয় আসছে। এই আবিস্কার চিকিৎসা বিজ্ঞানের অবিস্মরণীয় এক আবিষ্কার। এক্সেরে দিয়ে যা শুরু হয়েছিল মর্ডান চিকিৎসা বিজ্ঞান আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই যোগ হওয়ার মধ্য দিয়ে রেডিওলাজি সমৃদ্ধ হয়েছে। যার মাধ্যমে নির্ভুল ভাবে রোগ নির্ণয় করা যাচ্ছে এবং চিকিৎসকরা সে অনুযায়ী সেবা দিচ্ছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে