১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবসে উপলক্ষে ফেনীতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ডক্টর রিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী আরমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ, সহ-সভাপতি আবু সাঈদ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, ডা. আবদুল কাদের সম্রাট, বেলাল পাটোয়ারী, মো. মামুন।
এ সময় সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি ডা. মাহফুজুর রহমান বলেন, নারী নির্যাতন আইন আছে, শিশু নির্যাতন আইন আছে কিন্তুু এ সমাজে পুরুষরা বিনা দোষে নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু পুরুষদের জন্য কোন আইন নেই, তারা যাওয়ার কোন রাস্তা নেই, তাই নারী ও শিশু নির্যাতন আইনকে পারিবারিক আইন করে এখানে নারী, শিশু ও পুরুষ নির্যাতন বিরোধী পারিবারিক আইন করার দাবী জানান।
তিনি আরও বলেন, সমাজে প্রত্যক নারী ও পুরুষ কে সম ভাবে দায়িত্ব নিয়ে বসবাস করলে, বিয়ের সময় পুরুষের পরিশোধ করার সামর্থ ও সাধ্য অনুযায়ী কাবিন করতে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে