প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচীপুর্ণ ও অশ্লীল বিদ্বেসপুর্ণ মন্তব্য করে ভাবমুর্তি ক্ষুন্ন করার এক মামলায় বগুড়ায় হোসাইন ইসলাম হোসেন(২৬) নামে এক ব্যক্তিকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে। তার বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের কারিগর পাড়ায়।
বগুড়ার নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বাদী হয়ে মঙ্গলবার বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা ও ডিবি পুলিশ তাকে শহরে নামাজগড় এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর হোসাইন ইসলাম তার ফেসবুকে প্রধানমন্ত্র্রী ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুরুচী পুর্ণ মন্তব্য করে। সে ফেসবুকে পোস্ট দিয়ে উস্কানী মুলক, বিদ্বেষপুর্ণ ও অশ্লীল মন্তব্য করে আওয়ামী লীগ ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্নসহ নেতা কর্মীদের উত্তেজিত করে বিশৃংখলা সৃস্টির চেস্টা করছিলো। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করে। সে নামুজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।