ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

বাঁশখালীতে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অভিযান, জরিমানা আদায়

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ০১:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে প্রশাসনের অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ একটি স্ক্যাভেলেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

এসময় স্ক্যাভেলেটর ও ১টি ডেম্পার ট্রাক চালককে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। পরে দুই চালক দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়ায় অভিযান চালানো হয়। এসময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।

এসময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযানে অবৈধভাবে মাটিকাটা অবস্থায় ড্রাইভারসহ একটি স্ক্যাভেলেটর এবং ২টি ডেম্পার ট্রাক (১টি ড্রাইভারসহ) হাতেনাতে গ্রেফতার ও জব্দ করা হয়। অপর ডেম্পারের ড্রাইভার পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়।