আল আমিন ও আবুল হোসেন টুক্কু। প্রায় সমবয়েসী দুই চাচাতো ভাই। উভয়েই মধ্যপ্রাচ্যের কাতার এবং সৌদীআরব প্রবাসী। ছুটিতে দেশে এসে মাঠে কৃষি কাজ তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মর্মান্তিক মৃত্যু ঘটলো দুই চাচাতো ভাইয়ের। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুরে ঘটলো এহেন মর্মান্তিকতা।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাঠে কৃষি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহতেরা হলেন শান্তিপুর গ্রামের অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল আমিন (২৮) এবং খেলু মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন ওরফে টুক্কু (২৭)।
বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি আল আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে তারা জমির আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্যে মাঠে যান। এ সময় টুক্কু জমির পাশে একটি পরিত্যক্ত ঘরের টিনের সাথে শরীর লেগে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে এসে চাচাতো ভাই আল আমিনও বিদ্যুতায়িত হয়। পরে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই জনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।