ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বামনায় আনন্দ মিছিলে এক জনের মৃত্যু

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা (বরগুনা) : | প্রকাশের সময় : সোমবার ৫ অগাস্ট ২০২৪ ০৯:০৭:০০ অপরাহ্ন | বরিশাল

ছাত্র আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ হলে বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের বৈকালিন বাজারে আনন্দ মিছিল করতে গিয়ে উত্তর কাকচিড়া গ্রামের মৃত ফজলুল হক তালুকদারের পুত্র মিলন তালুকদার (৪৬) অসুস্থ হয়ে পড়লে সহযোদ্ধারা তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ মোঃ এনামূল হক মৃত্যু ঘোষণা করেন।

এ দিকে ছাত্র-শিক্ষক অভিভাবক বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবি সংগঠন শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের ফলে বামনা উপজেলা সদরে বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করেন।