প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশ হিসাবে বরগুনার বামনা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও আশ্রয়ন প্রকল্প এলাকায় ময়লা রাখার ডাস্টবিন বিতরণ করেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। তিনি বরগুনা- ২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বামনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদেও মাধ্যমে তিনি প্রায় শতাধীক ডাস্টবিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইউসুফ আলী হাওলাদার, আওয়ামীলীগ কর্মী দেলোয়ার হোসেন জমাদ্দার, মো. আ. ডালিম, পাথরঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বরগুনা জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি ইয়াসির আরাফাত তালুকদার, রাজিব আব্দুল্লাহ, বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।
ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ তথা আমার নির্বাচনী এলাকা গড়তে আমি এই ডাস্টবিন বিতরনের উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ শুরু করেছি কারন সমাজের বর্জ্য অপসারনের মাধ্যমেই এই দেশ পরিস্কার হবে। মানুষ পরিচ্ছন্ন থাকলে তাদের যেমন রোগবালাই দুরহবে তেমনি তাদের মনন, শুভ বুদ্ধি ও সৃষ্টিশীল উদ্যোগ নেওয়ার সুযোগ হবে। দেহ মন ভালো থাকলে যেমন আমরা কর্ম সক্ষমতা অর্জন করবো তেমনি এই দেশে একদিন সুস্থ্য সবল পরিচ্ছন্ন জাতি তৈরী হবে।