বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলনের মুখে আশুলিয়ার অন্তত ২৫টি পোশাক কারখানায় আজ বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সরকার ঘোষিত চার শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকরা জানান, এই হার তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা দাবি করছেন, ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে যাবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বর্ধিত ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে স্টারলিং নামে একটি কারখানায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন বলে জানা গেছে। শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
গণবিরতিতে অংশ নেওয়া কয়েকটি উল্লেখযোগ্য কারখানা হলো হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম, এবং নেক্সট কালেকশন।
শ্রমিক নেতারা দ্রুত এই সংকটের সমাধানে কর্তৃপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মালিকপক্ষ সরকারের ঘোষিত চার শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর করার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
আশুলিয়ার পোশাক শিল্পে চলমান এই অস্থিরতা দ্রুত সমাধানের জন্য সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বায়ান্ন/এএস/একে