ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি এখন অর্থনীতিতে আগুন জ্বালাতে চায় : কাদের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১ মে ২০২৩ ০৭:০২:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিতে পরাজিত। এখন টার্গেট অর্থনীতি। নব নব কৌশলে তারা অর্থনীতিতে আগুন জ্বালাতে চায়। 

সোমবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। 

বিএনপির আন্দোলন সম্পর্কে কাদের বলেন, বিএনপির আন্দোলন মানুষ বুঝে গেছে। এসব ভুয়া, তাদের ২৭ দফা ভুয়া। যারা গণআন্দোলনই করতে পারেনি তারা গণঅভ্যুত্থান কীভাবে করবে। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে কাদের বলেন, লুটপাটের হাওয়া ভবন, মাগুরা মার্কা নির্বাচন, প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ ফিরে যাবে না। এদেশের মানুষ অর্থপাচারকারীর কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে না।

শ্রমিক লীগের উদ্দেশে তিনি বলেন, শ্রমিক লীগ ঐক্যবদ্ধ। এই ঐক্যে যেন চিড় না ধরে। এই ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। 

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি হিংসার আগুনে জ্বলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জ্বালায় ভুগছে। বাংলার মানুষ ভালো আছে এটাতে মির্জা ফখরুলের ভালো লাগে না। বিএনপি এটা সইতে পারে না।

কাদের বলেন, ৫২ দল, ১২ দল, ১৪ দল, একবার শুনি ২৭ দফা, মানববন্ধন, এরপরে গোলাপবাগে গরুর হাটে গিয়ে হোঁচট খেয়ে আর দাঁড়াতে পারেনি তারা।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। 

আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সমাবেশ পরিচালনা করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আযম খসরু।