বিষাদময় ২৭ আগস্ট, ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে মর্মান্তিক নৌকাডুবির এক বছর। বিগত ২০২১ সালের এই দিনে জেলার বিজয়নগর উপজেলার লইসকা বিলে (জেলা শহরের অনতিদূরে) ভয়াবহ ওই নৌকাডুবিতে মহিলা-শিশুসহ ২৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। দিনটি উপলক্ষে নিহতদের স্মরণে এবং নৌ দুর্ঘটনা প্রতিরোধে ৬ দফা দাবী আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার নৌঘাট এলাকায় নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার সামাজিক সংগঠন 'নোঙর'র আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোঙর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালেদা মুন্নিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ২০২১ সালের ২৭ আগস্ট লইস্কার বিলে নিহতদের স্মৃতিচারণ করেন। এবং এ ধরণের দুর্ঘটনা পূনরাবৃত্তি রোধে নৌ যাত্রী ও চালকদের আরো সচেতন হবার আহ্বান জানান। বক্তারা এ সময় নৌযান নিবন্ধন, নৌ চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স'র আওতায় আনয়ন, নৌযানে যাত্রী পরিবহনের সংখ্যা নির্ধারণ, অতিরিক্ত যাত্রীবহন রোধে কর্তৃপক্ষের নজরধারি বাড়ানোসহ নৌযান চালক ও চালকদের লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার আহ্বান জানান।