ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ দখলকৃত চার কিলোমিটার খাল উদ্ধার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : রবিবার ৭ অগাস্ট ২০২২ ০৭:২২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চব্বিশ ফুট প্রশস্তের চার কিলোমিটার দৈর্ঘের খাল। দীর্ঘদিন ধরেই প্রভাবশালীরা রেখেছিলো অবৈধ দখলে। স্থানে স্থানে খালের উপর নির্মাণ করে পাকা স্থাপনাও। ফলে ব্যাহত হচ্ছিলো কৃষি জমিতে সেচ কার্যসহ পানি প্রবাহ।ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মোহনা থেকে স্থানীয় সুহিলপুর ইউনিয়নের তেলিপাড়া অবধি বহমান থাকা শত বছরের পুরনো খালটি অবশেষে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হচ্ছে। এতে স্থানীয় হাজারো জনতায় ফিরছে স্বস্থি।

রোববার (০৭আগস্ট) দুপুরে তিতাস নদীর মোহনা থেকে সৃষ্ট সুপ্রাচীন খালটির বিভিন্ন অংশে উদ্ধার ও অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সরকারের নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভীবাড়ি থেকে তেলিপাড়া পর্যন্ত গমণকারী চার কিলোমিটার দৈর্ঘের খাল উদ্ধার কাজ চালানো হয়। সদর উপজেলা প্রশাসন এবং সুহিলপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ উদ্ধার কাজের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন। এসময় খালের অংশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি ভরাট হয়ে যাওয়া অংশের মাটি কাটা হয়। অভিযান পরিচালনার সময় সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়াসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় এলাকাবাসী জানান, প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরেই তিতাসের মোহনা খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মান করায় এলাকার জনগণের কৃষি জমিতে সেচ কার্য পরিচালনায় ব্যাহত হওয়াসহ জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। খালটি উদ্ধার হলে স্থানীয়দের দুর্ভোগ লাঘব হবে। সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ ভুইয়া বলেন, ২৪ ফুট প্রশস্ত ৪ কিলোমিটারের এ খালটি উদ্ধারে সকলকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালোনে হয়েছে। দ্রুত খালটিকে উদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহের মাধ্যমে এর স্বরূপ ফিরিয়ে আনা হবে।'