ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৩ অনু্ষ্ঠিত হয়েছে। ২০২৩ আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার সুহিলপুরস্থ ৫ নং আনসার ব্যাটালিয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ উদ্বোধন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমাণ্ডার মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গ্রাম এখন শহরে রূপান্তরিত হচ্ছে। আগামী নির্বাচনে ভোট ডাকাতরা যেনো ভোট ডাকাতি না করতে পারে সেজন্য নির্বাচনে সঠিক দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আরো দায়িত্বশীল হতে উদাত্ত আহবান জানান।
জেলা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাণ্ড্যাণ্ট আবদুল্লাহ আল হাদী, আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. সোহরাব উদ্দিন।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলাসমাবেশে তিন শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। সমাবেশের শেষে অংশ গ্রহণকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং ছাতা বিতরণ করা হয়।