ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : সোমবার ২৫ জুলাই ২০২২ ০৬:৪৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া। সীমান্ত গলিয়ে আসা বিভিন্ন জাতর মাদক পাচারে এলাকাটিকে অনেকটা করিডোর হিসেবেই ব্যবহার করে থাকেন মাদক কারবারীরা। প্রায়শ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় মাদক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের হাতে আটককৃত প্রায় ২৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার সুলতানপুরস্থ বিজিবি ৬০ ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তর উত্তর-পূর্ব রিজিয়ন এর রিজিয়ন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহীদুল ইসলাম, কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমাণ্ডার মো. মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ্। 

প্রসঙ্গত, বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কী, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকারের ২৩ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯৩০ টাকা মূল্যমানের এসব মাদকদ্রব্য জব্দ করে।