বাল্য বিবাহ সামাজিক ব্যধিতে পরিণত। এই ব্যধি থেকে সমাজকে রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সকলের এগিয়ে আসা দরকার। সেই লক্ষ্যেই বাল্য বিবাহ প্রতিরোধ, জেণ্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন। বুধবার (২৪ মে) দুপুরে ইপসা’র আয়োজনে জেলা শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, বিদ্যালয় পরিচালক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শামসুজ্জামান চৌধুরী সুজন, মো. আল-আমিন, ফারজান আক্তার, শিক্ষার্থী বুশরা বিনতে কিবরিয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম ছরোয়ার। ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্য বিবাহ বর্তমানে একটি সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এ ব্যধি থেকে সমাজকে রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শন করেন । পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বাল্য বিবাহ নিরোধ বিষয়ক তথ্য বোর্ড উদ্বোধন করেন। (ছবি : মেইলে সংযুক্ত)