ঢাকা, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

বড়দিন উপলক্ষে সিটিটিসির নিরাপত্তা ব্যবস্থা: ঢাকায় ব্যাপক প্রস্তুতি

আহমেদ শাহেদ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:১২:০০ অপরাহ্ন | জাতীয়

আগামীকাল (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিরাপত্তার বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।

এদিন সকালে, তিনি রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন। এই মহড়ায় সিটিটিসির বিশেষ ইউনিটগুলো কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করবে, তার প্রস্তুতি তুলে ধরা হয়।

বড়দিন উপলক্ষে শহরের প্রতিটি চার্চে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সাদা পোশাক এবং ইউনিফর্মে মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম এবং অন্যান্য বিশেষ ইউনিটগুলি উৎসবের নিরাপত্তা দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীরও উপস্থিতি রয়েছে, যারা মাঠপর্যায়ে পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছে।

মাসুদ করিম জানান, এখন পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। “প্রতিবারের মতো এবারও বড়দিন আনন্দমুখর পরিবেশে উদযাপন হবে,” বলেছিলেন তিনি।

সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম এবং কে-নাইন টিম জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি প্রদর্শন করেন। তাদের মহড়ার উদ্দেশ্য ছিল বড়দিনের অনুষ্ঠানে কোনো ধরনের অঘটন বা নিরাপত্তা বিঘ্ন ঘটলে তা কীভাবে দ্রুত সমাধান করা হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের ফাদার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতি উন্নত ও সতর্ক রাখা হলেও, বড়দিনের উৎসবের জন্য সাধারণ মানুষকে নিশ্চিন্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

বায়ান্ন/এএস/একে