ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় কমিউনিষ্ট পাটির বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ৭ মে ২০২২ ০৪:৩১:০০ অপরাহ্ন | দেশের খবর

 ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি আহুত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটি সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ সকাল ১১ টায় ঐতিহাসিক সাতমাথায় অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হরিশংকর সাহা,সম্পাদক মন্ডলির অন্যতম সদস্য হাসান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, কমরেড সাজেদুর রহমান ঝিলাম,কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু কমরেড অখিলপাল,ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ফজলুর রহমান, ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি শুভশংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজ প্রমুখ। বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিন।

বক্তরা বলেন, ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতি সরকার রোধ করতে ব্যর্থ হয়ে দফায় দফায় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের বিরুদ্ধে সিন্ডিকেট ও মুনাফাখোর ব্যবসায়িদের সার্থ রক্ষা করছে।

ভোজ্যতেলের উর্ধ্বগতি রোধ করতে সরকার আমদানিকৃত ভোজ্যতেলে ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহার করলেও সরকার আমদানিকৃত ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ঈদ শেষে প্রথম কর্মদিবসে বোতলজাত তেল লিটারে ৩৮ টাকা খোলা সয়াবিন লিটার প্রতি ৪০ টাকা বাড়িয়ে যথাক্রমে প্রতিলিটার সয়াবিন তেল ১৯৮ টাকা ও খোলা ১৮০ টাকায় বিক্রি হবে মর্মে দাম নির্ধারণ করেন। সরকারের এ নির্ধারিত মূল্যের বিপরীতে বাজারে অধিকদরে সয়াবিন তেল বিক্রি হচ্ছে যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। গত একবছরে ভোজ্যতেলের মূল্য ১০০% ভাগ বৃদ্ধি পেয়েছে। সরকারের মূল্যবৃদ্ধির এই গণধিকৃত সিদ্ধান্ত ও বাজার এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যার্থতায় বক্তাগণ তীব্র ক্ষোভ, প্রতিবাদ জানান সেই সাথে তেল সরবরাহ স্বাভাবিক, ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণ ও তেলের সরবরাহ স্বাভাবিক করতে বক্তাগণ জোর দাবি জানান।

বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ কল্পে ইউনিয়ন, উপজেলা, জেলায় অবিলম্বে টিসিবির দোকান স্থাপন, বাফার স্টক গড়ে তোলা গ্রাম-শহরের গরীবদের রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান, সেই সাথে মধ্যস্বত্ব ভোগি, মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়িদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, ভোট ও ভাতের অধিকার প্রতিস্ঠার দাবিতে সিপিবির একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।