ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

ভোলা লঞ্চ ঘাটের ১ জনকে ৭ দিনের কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা

ভোলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ মে ২০২২ ১২:২৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ভোলার ইলিশা লঞ্চ ঘাটের ইজারাদার ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সরোয়ার মাষ্টার যাত্রীদের কাছ থেকে ঘাট টিকেট জাতীয় প্রতীক সরকার নির্ধারিত ৫ টাকার স্থলে ১০ টাকা আদায় করার অপরাধে গত কাল (৯ মে) সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত কাউন্টার ম্যান মোঃ লিটন (২৮) কে ৭ দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (জেলা এনএসআই) এর তথ্য ও প্রত্যক্ষ অংশ গ্রহণে ইলিশা লঞ্চ ঘাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সরোয়ার মাষ্টার পালিয়ে যন। ঘাট ইজারাদারের পক্ষে তার প্রতিনিধি জনাব ফারুক আহমেদ পরবর্তীতে টিকেটে বাড়তি ফি আদায় করবে না মর্মে মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করে মাপ পেয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। দির্ঘদিন সরোয়ার মাষ্টার যাত্রীদের জিন্মি করে ৫ টাকার স্থলে টিকেটে ১০ টাকা  আদায় করে আসছেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এ কারাদন্ড ও জরিমানা করা হয়।