ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৪ লাখ ২১ হাজার টাকার ফেনসিডিলের চালানসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আজিম উল আহসান।
আটক আসামিরা হলেন— যশোর জেলার কোতয়ালি থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে মাসুম মোড়ল (৩৫) ও একই জেলার শার্মা উপজেলার পশ্চিমকোট গ্রামের তাইজেল গাজীর ছেলে ইমরান নাজির (২৪)।
জেলা পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, রোববার (১ অক্টোবর) বিকেল ৪টায় গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, ভারত থেকে গাড়ি ভরে ফেনসিডিলের একটি চালান আসছে। সে সময় মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজারে চেকপোস্ট স্থাপন করে। এরপর তারা দেখতে পায় সাদা রঙের একটি মাইক্রোবাস আসছে। সন্দেহ হলে তারা মাইক্রোটির গতিরোধ করে। এরপর আসামিরা বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধরা হয়। পরবর্তীতে তাদের গাড়ি তল্লাশি করে ৪০৬ বোতল ভারতীয় ফেনসিডিলের ৩ বস্তা তারা জব্দ করে। যার আনুমানিক বাজার দর ১৪ লাখ ২১ হাজার টাকা। সেখানে দুইজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা করে আসামিদের কোর্টে চালান দেওয়া হবে।