ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

মুক্তাগাছায় বঙ্গবন্ধুর দর্শনের আলোকে সমবায় আইন সংস্কার দাবীতে সভা

ময়মনসিংহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০৪:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশের সংবিধান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় দর্শনের আলোকে সমবায় সমিতি আইনের জনবান্ধব সংস্কার চাই শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বেসরকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা(গ্রাউস) এ সভার আয়োজন করে।

গ্রাউসের নির্বাহী পরিচালক সাইদুজ্জামান খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসীম সরকার, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা হাছিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, গ্রাউসের উপদেষ্টা ডা. মুহাম্মদ নূরুল হুদা, কৃষানি নেত্রী শিল্পি বেগম, মমতাজ বেগম, কৃষক নেতা মো. শাহজাহান প্রমুখ।

সভায় দেশের টেকসই উন্নয়নে সমবায় ভিত্তিক কর্মকান্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংবিধান ও বঙ্গবন্ধুর সমবায় দর্শনের আলোকে সমবায় আইনের সংস্কার দাবী করা হয়।